বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৫, ১১:১৯ অপরাহ্ন

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১ বসতঘর পুড়ে সর্বস্ব ছাই হয়ে যাওয়াতে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাথরিয়া ইউনিয়নের পূর্ব কাথরিয়া ৬ নম্বর ওয়ার্ড ডিগ্রি পাড়ার অছির বাপের বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. লোকমান, মোঃ দিলাল, মো. কাসেম, মো. মামুনুর রশীদ, আলী আকবর, আব্দুল জব্বার, মো. ইসমাইল, মো. মিয়া, শেয়ার আলী ও রিদুয়ানুল হক।

ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, ক্ষতিগ্রস্ত বসতঘর সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যুৎ সংযোগ থাকার ফলে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ায় স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। বিদ্যুৎ অফিসে বারবার ফোন করা হলেও কোন ধরনের সাড়া মেলেনি। পরে সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলেও ততক্ষণে সমস্ত মালামালসহ ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে তারা।

এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মিযানুর রহমান বলেন, 'অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। তবে ততক্ষণে সর্বস্ব পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে,' জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, 'কাথরিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে এইমাত্র আপনার কাছ থেকে শুনলাম, ইতিপূর্বে আমরা অবগত ছিলাম না, বিষয়টি খবর নিচ্ছি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে,' বলে জানান ইউএনও।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ঘটনায় সমস্ত মালামালসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়াতে তীব্র শীতের মধ্যে বাধ্য হয়ে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রাত পোহাচ্ছে ক্ষতিগ্রস্তরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework