বাঁশখালীতে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মে ১২, ০৪:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বজ্রপাতে মো. ফিরোজ (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব শীলকূপ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. ফিরোজ ওই এলাকার ইসমাইল সিকদার পাড়ার মৃত এয়াকুব হোসেনের ছেলে।

স্থানীয় মো. সালাহউদ্দিন সিকদার জানান, ফিরোজ তার পাড়ালিয়া চাচাতো ভাই। সে তিন সন্তানের জনক। সোমবার সকালে বাড়ির পূর্ব পাশে নিজ করলার ক্ষেতে ফুল লাগাতে গিয়েছিল। কাজের সময় আকাশে ঘন মেঘ ছিল, তবে বৃষ্টি তেমন ছিল না। হঠাৎ করেই বজ্রপাতের বিকট শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর লোকমুখে জানতে পারি, বজ্রপাতে মো. ফিরোজ মারা গেছে। তার শরীরে কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের প্রচণ্ড শব্দেই তার মৃত্যু হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework