বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় পথচারীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ০৯, ০৪:৩৬ অপরাহ্ন

বাঁশখালীর প্রধান সড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ৬৫ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ঝিঁনজি ফকির মাজারের সামান্য উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সত্তারের পুত্র মো. আবুল কাশেম (৬৫)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান বলে তার ভাগিনা মো. সোহান উদ্দিন নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঝিঁনজি ফকির মাজারের উত্তরে সড়ক পার হওয়ার সময় উত্তর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মিনি ট্রাক আবুল কাশেমকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি প্রায় ১০ হাত দূরে ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনস্পেক্টর তপন কুমার বাকচী বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি, এমনকি গাড়িটিও খুঁজে পাওয়া যায়নি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework