বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত ৭পরিবারকে অর্থ সহায়তা দিলো জামায়াত

মুহাম্মদ দিদার হোসাইন,বাঁশখালী, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৪ অক্টোবর ২৭, ০৫:৩২ অপরাহ্ন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নং ওয়ার্ড এমদাদ মিয়া পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে জামায়াত ইসলামীর নেতারা।

শনিবার (২৬ অক্টোবর) বাঁশখালী উপজেলা শাখা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা নিজ হাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ অর্থ সহায়তা তোলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, গণ্ডামারা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. আলী হোসেন, সেক্রেটারি মোহাম্মদ হুমায়ুন কবিরসহ জামায়াত ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর (শনিবার) রাতে উপজেলার ৯ নং গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নং ওয়ার্ড এমদাদ মিয়া চৌধুরী পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়াতে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে মানবেতর জীবনযাপন করছে তারা। ক্ষতিগ্রস্ত পরিবারের অসহায়ত্বের বিষয় বিবেচনা করে দেশের সর্বোচ্চ ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী বাঁশখালী উপজেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফাসহ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের সদস্যদের হাতে  এঅর্থ সহায়তা প্রদান করেন জামায়াত ইসলামীর নেতারা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework