ফ্রি চক্ষু চিকিৎসায় সাড়া ফেললো জাহানারা-মোনাফ ফাউন্ডেশন

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ০২:২৪ অপরাহ্ন

জাহানারা-মোনাফ ফাউন্ডেশন ও জেএমজি ফার্নিচারের পৃষ্ঠপোষকতায় এবং চন্দনাইশ সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক চক্ষু শিবির।

সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে চক্ষু শিবির শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চন্দনাইশ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহাদাৎ হোসেন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আজম খান, সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, ট্রাস্টি সেক্রেটারি আব্দুন নবী খান, চক্ষু ক্যাম্পের আহ্বায়ক আরশাদ উল্লাহ, সদস্য সচিব আ.ন.ম হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আকরাম হোসেন, আমিনুল ইসলাম, এডভোকেট দেলোয়ার হোসেন, কার্যকরী পরিষদের সহ-সভাপতি ইসমাইল চৌধুরী হানিফ, যুগ্ম সম্পাদক মো. ইদ্রিস, আবু সাঈদ মুন্না, হামিদুর রহমান পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক নেজামুল হক, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, কার্যকরী পরিষদ সদস্য তাহের উদ্দিন, সাইফুদ্দীন, ডা. খাজা হোসেন কাউসার, জহুরুল হক শহিদ এবং ট্রাস্টি সদস্য হারুন উর রশিদ।

চক্ষু শিবির পরিদর্শন করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির কুতুবউদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাইদ, সদস্য রাকিবুল হক হেলালী, স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসির আহ্বায়ক জমির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির সৈয়দ মোহাম্মদ ইমরান, সিফাত হোসেনসহ স্থানীয় বিএনপি, জামায়াত, এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত ক্যাম্পে ১ হাজারের অধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হয় এবং ছানি অপারেশনের জন্য প্রায় ২৫০ জন রোগীকে বাছাই করা হয়। বাছাইকৃত ছানি রোগীদের আগামী ১৪ এপ্রিল ২০২৫ তারিখে চট্টগ্রাম শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ছানি অপারেশন করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework