ফটিকছড়ি ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি ঘোষণা

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মার্চ ১০, ০১:৫১ অপরাহ্ন

উত্তর চট্টলার অন্যতম সুপরিচিত স্বনামধন্য বিদ্যানিকেতন ফটিকছড়ির বার বার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়া ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক (৬ মাস মেয়াদের) কমিটি ঘোষণা করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিয়োগ কৃত এই এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু জাফর মোহাম্মদ আলম। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়েত শিবির ধর্মপুর ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি পূর্ব ধর্মপুরের এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তিনি একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

গতকাল বিদ্যালয়ের অফিস কক্ষে এডহক কমিটির প্রথম সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার প্রথমে নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিষদের সদস্য সচিব একরাম উল্লাহ এবং এ সময় আরো উপস্থিত ছিলেন নবনিযুক্ত পরিষদের সদস্য অভিভাবক প্রতিনিধি আবু জাফর। এছাড়া আরো বিভিন্ন সংগঠন নবনিযুক্ত এডহক কমিটির সভাপতিকে শুভেচ্ছা জানান।

কয়েকজন প্রাক্তন কৃতি ছাত্র বলেন, বিদ্যালয় বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিদ্যালয়ে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। তারা আশা করেন, বর্তমান নতুন সভাপতি তার মেধা ও বিচক্ষণতা দিয়ে বিদ্যালয়ের এই সব সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং বিদ্যালয়ের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবেন। ওপর দিকে নতুন সভাপতি জাফর আলমও এলাকাবাসী, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, এলাকার সচেতন মহল, শিক্ষানুরাগী, রাজনৈতিক মহলসহ সকল পেশাজীবির মানুষের সাহায্য সহযোগিতা কামনা করেন, যেন তার ওপর দায়িত্ব তিনি তার সর্বোচ্চ নীতি-নৈতিকতা দিয়ে পরিচালিত করতে পারেন। তিনি আশা করেন, বিদ্যালয়ের স্বার্থে সকলে দল-মত নির্বিশেষে সৎ ও সুন্দর পরামর্শ নিয়ে তার পরিচালনা পর্ষদকে সাহায্য ও সহযোগিতা করে যাবেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework