ফটিকছড়িতে টপ সয়েল কাটার অপরাধে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ০২, ০৫:৫৪ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমির উপরি স্তর (টপ সয়েল) কাটার অপরাধে মো. রাব্বি (৩৩) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের জেল দেওয়া হয়েছে। অভিযানে তিনটি ড্রাম ট্রাকও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত দেড়টায় উপজেলার মোহাম্মদ তকিরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে টপ সয়েল কেটে পাচার করছিল। চক্রটি মোহাম্মদ তকিরহাট এলাকায় আবারও জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই কৃষি আবাদযোগ্য জমির উপরি স্তর কাটছিল। খবর পেয়ে প্রশাসন জাহানপুরের আবু আহমদের জমি থেকে ২০ শতক জমি কাটার সময় মো. রাব্বি (৩৩) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে।

ভ্রাম্যমাণ আদালত জানায়, আটক ব্যক্তি অপরাধ স্বীকার করায় ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত ৩টি ড্রাম ট্রাকও জব্দ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, "একটি টপ সয়েল তৈরি হতে অনেক বছর সময় লাগে। দুষ্কৃতকারীরা এটি কেটে নিচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework