ফটিকছড়িতে একই দিনে দুই স্কুলছাত্রী নিখোঁজ, এলাকায় আতঙ্ক

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১২, ১২:২৯ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে একই দিনে ২ স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। তারা দু'জনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

 

একজন ফটিকছড়ি গার্লস স্কুলের শিক্ষার্থী ৷ তার নাম সানজিদা ইসলাম।

 

তার ভাই স্বজনরা জানান, আমার বোন বুধবার সকাল ৯ টায় ফটিকছড়ি গার্লস স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় বিবিরহাট বাস স্টেশন থেকে যে কোনোভাবে নিখোঁজ হয়। তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি। 

 

একইভাবে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয় অপরজন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী নিহা। এ নিয়ে সামাজিক মাধ্যম ফেইসবুকে নিখোঁজ হয়েছে কিংবা অপহরণ হয়েছে মর্মে পোস্ট দেয়া হয়েছে। সানজিদা ইসলামের বাবা ও নিহার চাচা বৃহস্পতিবার সকালে জনকন্ঠকে জানান, এ বিষয়ে পুলিশ ও সেনাবাহিনীকে লিখিত অভিযোগ করা হয়েছে । এ খবর জানাজানি হলে উপজেলার সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework