ফটিকছড়িতে অবৈধ রাবার পাচার বন্ধে আনসার বাহিনীর সফল অভিযান

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৩, ০৬:৩৫ অপরাহ্ন

দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলার ফটিকছড়ির দাঁতমারা ও তার আশপাশের এলাকা থেকে কিছু দুষ্কৃতিকারী রাতের আঁধারে অবৈধভাবে রাবার পাচার করে আসছিল। তারই প্রেক্ষিতে গত ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দে বিকেল আনুমানিক ৩টায় দাঁতমারা রাবার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় ফটিকছড়ি সার্বিক তদারকিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা রাবার বাগান গার্ডে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের সক্রিয় অভিযানে উপজেলার দাঁতমারা ইউপির পূর্বসুনাই গ্রাম থেকে চুরি করে রাখা ২২ বস্তা কাঁচা রাবার উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত রাবার সংস্থার প্রক্রিয়াজাতকরণ কারখানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিষয়ে ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আবদুল আজিজের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, সরকারি প্রাকৃতিক সম্পদ রক্ষা, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠনে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ফটিকছড়ি রাবার বাগানে রাবার উদ্ধারের মাধ্যমে আবারও আনসার সদস্যরা তাদের সামর্থ্যের পরিচয় দিয়েছে। বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আনসার সদস্যদের কঠোর পদক্ষেপ গ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework