ফটিকছড়িতে যুবদল নেতাকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৪, ০১:২০ অপরাহ্ন

ফটিকছড়িতে ছুরিকাঘাতে মহিউদ্দিন (৩৫) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরচাঁন গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মহিউদ্দিন ফকিরচাঁন গ্রামের শফিউল আলমের ছেলে এবং পাইন্দং ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক।

পাইন্দং ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল বশর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহিউদ্দিন স্থানীয় একটি ইটভাটায় হিসাবরক্ষক হিসেবে চাকরি করেন।

শনিবার রাত ১০টার দিকে ফকিরচাঁন আধাঁয়েরটেক এলাকা থেকে ইটভাটায় যাওয়ার পথে জেলা যুবদল নেতা আমিন তালুকদার ও মনিরের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী হামলা চালিয়ে মহিউদ্দিনকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয় বাসিন্দা হাজী আহমদুল হক জানান, গত ১৯ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনের জেরে মহিউদ্দিনকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমিন তালুকদারের নেতৃত্বে ধরে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, "আমি ৯৯৯-এ কল দিলে পুলিশ আসার আগেই মহিনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।"

ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক ইমাম হোসেন জানান, মহিউদ্দিন দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আহত মহিনের মা নুর আয়েশা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework