ফটিকছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ১২:৪০ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম সুয়াবিল মাদ্রাসার ময়দানে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে গাউছিয়া হোসাইনিয়া আল্লামা আব্দুল মালেক শাহ (রহ.) সুন্নিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, বার্ষিক ইসলামি সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গাউছিয়া হোসাইনিয়া আল্লামা আব্দুল মালেক শাহ (রহ.) সুন্নিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আবু তৈয়্যব মুহাম্মদ মুজিবুল হক।

উদ্বোধক ছিলেন মুহাম্মদ মুজিবুল আলম মুন্না, প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক এবং প্রধান আলোচক ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা মুহাম্মদ শাহদাত হোসাইন কাদেরী ও হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন আল কাদেরী, মুহাম্মদ রিয়াজুল হক, মুহাম্মদ রুবেল, সৈয়দ আবুল ফয়েজ তুহিন, মুহাম্মদ ইউনুস মিয়া, মুহাম্মদ আব্দুল আজিজ, মুহাম্মদ মুজাহের উদ্দীন জুয়েল ও মুহাম্মদ আবুল কালাম আবু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার সুপার হযরত মাওলানা আবু নাঈম মুহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework