প্রয়াত বিএনপি নেতৃবৃন্দের স্মরণ সভার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ১৯, ০১:৪৪ অপরাহ্ন

ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল আলম আজাদসহ উপজেলা বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে আগামী শুক্রবার ফটিকছড়িতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে প্রস্তুতি সভা শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর।

তিনি বলেন, “প্রয়াত নুরুল আলম চৌধুরীসহ অতীতে যারা বিএনপির জন্য জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদের সম্মানে দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজন করতে যাচ্ছি। এই স্মরণসভা হবে স্মরণকালের সেরা আয়োজন। নবীনরা এতে করে আমাদের প্রয়াত নেতাদের সম্পর্কে জানবে এবং অনুপ্রাণিত হবে।”

তিনি আরও জানান, “নুরুল আলম চৌধুরীর নেতৃত্বে স্থানীয় জনতা তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মেজর মঞ্জুকে উত্তর ফটিকছড়ি থেকে গ্রেফতার করেছিল। এ স্মরণসভা সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।”

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন:
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মহিন উদ্দীন আজম তালুকদার, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. জয়নাল, দিদার চৌধুরী, এস এম মুনসুর, আবুল খায়ের, ডা. নাজিম উদ্দীন, জালাল উদ্দীন চৌধুরী, রশিদ উদ্দিন আহমদ চৌধুরী, মহিন উদ্দীন মেসি প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন:
সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম (বি.এ), প্রবীণ বিএনপি নেতা বদিউল আলম তালুকদার, মো. এমরান হোসেন, আবু আহমেদ মেম্বার, বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মেদ, খালেদ বাবুল, আহমদ ছাপা, মিঞা মোশারফুল আনোয়ার চৌধুরী মশু, আবুল কামাল, জাফর আহমেদ চৌধুরী, মো. এরশাদ, লিটন চৌধুরী, মো. মিল্টনসহ আরও অনেকে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework