প্রেসক্লাবের বর্ষপঞ্জিকা মোড়ক উন্মোচন ও শীতবস্ত্র বিতরণ

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২৯, ১২:০৯ অপরাহ্ন

সংবাদিকরা জাতির বিবেক। মানবিক কল্যাণে সংবাদপত্রকে উৎসর্গ করাই হচ্ছে প্রকৃত সাংবাদিকতা। সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বিশেষ করে মফস্বলে যারা কাজ করেন, তারাই সমাজ পরিবর্তনের কাজ করেন। সাংবাদিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সত্য উৎঘাটনের দায়িত্ব পালন করে থাকেন। কাজ ভিন্ন ভিন্ন হলেও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকতার পেশা এক ও অভিন্ন। তাই রাষ্ট্র ও সমাজের গুণগত পরিবর্তনে একযোগে কাজ করা দরকার। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে মিলেমিশে। দেশপ্রেম নিয়ে প্রতিটি মানুষ কাজ করলে বদলে যাবে দেশ। উন্নয়ন ও অগ্রগতি হবে প্রতিটি স্তরে। শান্তি প্রতিষ্ঠিত হবে প্রতিটি ঘরে ঘরে।

রাউজান প্রেসক্লাবের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে রাউজান প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীন।

সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী, কিউ সি গ্রুপ অফ কোম্পানির জেনারেল ম্যানেজার জে এ এম ইকবাল হাসান, হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার, বিএনপি নেতা দিদারুল আলম চেয়ারম্যান, আবুল কাসেম, মো. কামাল মিয়া, যুবদল নেতা পেয়ার মোহাম্মদ বাবু।

এ সময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউছুপ উদ্দিন, সিনিয়র সদস্য এম কামাল উদ্দিন হাবিবী, জিয়াউর রহমান, সিনিয়র সদস্য আরফাত হোসাইন, রাউজান প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সাহেদুর রহমান মোরশেদ, সহ-সভাপতি হাবিবুর রহমান, যীশু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, অর্থ সম্পাদক আনিসুর রহমান, সাংবাদিক সোহেল রানা, সঞ্জয় বড়ুয়া মুন্না প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework