প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ এপ্রিল ২৬, ০৭:২১ অপরাহ্ন

২৫ এপ্রিল বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা বাংলাদেশে প্রাকৃতিক দূর্যোগের কারণে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন, অভিযোজন ও নগর উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা আজ সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানের সভাপতিত্বে গবেষনা কর্মকর্তা মোরশেদ হোসেন মোল্লার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্রাপক ড. ইকবাল সারোয়ার ও চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইপসার পরিচালক নাসিম বানু শ্যামলী ও মূল প্রবন্ধ উপস্থঅপন করেন পরিচালক মো. শাহজাহন।

প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রধান নির্বাহ কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে বাস্তুচ্যুত মানুষের জীবন ও জীবিকা নিয়ে গবেষণা করে। তাদের উপকারে কাজ করে যাচ্ছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework