পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে বাদামতলে মানববন্ধন, গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৪, ০৫:১০ অপরাহ্ন

উপজেলার বাদামতল এলাকায় মঙ্গলবার বিকেলে পাহাড়ি সন্ত্রাসীদের অত্যাচার, মুক্তিপণ দাবি ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে বাগান মালিক ও ভুক্তভোগী সাধারণ জনগণ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুল ইসলাম, মেম্বার আয়ুব, বাদামতল বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক তানভির মামুন, বাগান মালিক শহিদুল ইসলাম, বাজার কমিটির সহ-সভাপতি বাপ্পু ও এলাকাবাসীর পক্ষে ইয়াকুব আলী (বাগান মালিক)।

এছাড়া ভুক্তভোগী ব্যক্তি আহমদ হোসেন মুন্সিও মানববন্ধনে বক্তব্য দেন।

বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান, পাহাড়ি সন্ত্রাসীদের গ্রেফতার করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework