পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন ও পরিষদের কমিটি গঠিত

পটিয়া প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ১৪, ০১:৫০ অপরাহ্ন

পটিয়ায় সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ ১৪৩১ বাংলা কমিটি গঠন করা হয়েছে।

 ১৩ মার্চ (বুধবার) বিকেলে পটিয়া ক্লাব হলে সর্ব সম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব, সদস্য সচিব সাইফুল্লাহ পলাশ ও কার্যকরি সদস্য সচিব শিশু সংগঠন কুসুমকলি আসরের সাংগঠনিক সম্পাদক প্রনব দাশ।

সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ ১৪২৬ বাংলার সমন্বয়ক পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব বিশ্বজিত দাশের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- বর্ষবরন উদযাপন পরিষদের নির্বাহী সদস্য ও পটিয়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। এতে বক্তব্য রাখেন- নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, আলমগীর আলম, চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, অধ্যাপক মানু বড়ুয়া, অধ্যাপক ভগীরত দাশ, চেয়ারম্যান ইনজামুল হক জসিম, মাষ্টার শ্যামল দে,  কাউন্সিলর গোফরান রানা, সোহেল মোহাম্মদ নিজাম উদ্দিন।

আগামী ১৩ ও ১৪ এপ্রিল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষ বিদায় ও বর্ষ বরণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework