পটিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী বই মার্কার সমর্থনে প্রচারণা

নিজস্ব প্রতিনিধি,পটিয়া
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ১৬, ১২:৪১ অপরাহ্ন

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীরা প্রতিক পাওয়ার পর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

বুধবার বিকেলে সরেজমীনে গিয়ে দেখা যায়, ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা. এমদাদুল হাসান শাহচান্দ আউলিয়ার মাজার জেয়ারত শেষে পথচারণা করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে নিজের প্রতিক বই মার্কায় ভোট চেয়ে দোয়া কামনা করছেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ধরে আমার সংগঠন কেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছি। পটিয়ার শিক্ষা, খেলাধুলা,দুর্যোগকালীন বন্যার্তদের পাশে দাঁড়ানো সহ অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমি পটিয়ার মানুষের চিকিৎসা, শিক্ষা ও মাদক নির্মূলে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে কাজ করতে চাই । আপনাদের সন্তান হিসেবে দোয়া ও ভালবাসায় আমাকে রাখবেন। আপনাদের মূল্যবান ভোটেই আমি জয়যুক্ত হব বলে আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ।

উল্লেখ্য, এবারের উপজেলা নির্বাচনে ১২৮ টি কেন্দ্রে পটিয়ার ৩ লাখ ৩৪ হাজার ৫৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ৭৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮০৬ জন। চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন লড়ছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework