পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রান্সফরমার চোর নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ১৫, ০৩:১১ অপরাহ্ন

পল্লি বিদ্যুৎ সমিতির ট্রান্সফরমার চুরির সময় চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নুরুল হাকিম (৩০) নামের এক চোর নিহত হয়েছে। নিহত হাকিম উপজেলার কুসুমপুরা ইউনিয়নের আহমদ চৌধুরী বাড়ির মৃত নুরুল আলমের পুত্র। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের শাহজাহানের বাড়ির পশ্চিম পাশে একটি পল্লি বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এতে একটি ট্রান্সফরমার রয়েছে৷ শনিবার রাতে চোরের দল ট্রান্সফরমার চুরি করতে সেখানে যায়। বৈদ্যুতিক খুঁটিতে নুরুল হাকিম ট্রান্সফরমার চুরি করতে উঠে বলে স্থানীয়রা ধারণা করেন। সকালে বৈদ্যুতিক খুঁটির নিচে হামিককে মৃত অবস্থায় দেখতে পান এবং ট্রান্সফরমারের উপরের অংশ খোলা দেখা যায়। স্থানীয় লোকজন মৃত হাকিমকে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।  

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ ওসমান জানিয়েছেন, মৃত ব্যক্তি অস্বাভাবিকভাবে এলাকায় চলাফেরা করতো।  বিদুৎতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সে মারা গেছে।

পটিয়া থানার এসআই মোশাররফ হোসেন জানিয়েছেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে নুরুল হাকিম নামের লোকটি মারা গেছে।  ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। da


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework