পটিয়ায় এজে ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১৮, ০৭:০১ অপরাহ্ন

পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৭ জানুয়ারি (শুক্রবার) বিকেলে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ভূপাল দের সভাপতিত্বে হাইদগাঁও এজে ফাউন্ডেশনের উদ্যোগে কবিরাজ শ্যামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম মাইমুনুল ইসলাম মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন আরিফ মিয়া, জসীম উদ্দীন, মুক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, শফিউল বশর, সেলিম মেম্বার, বজল আহমদ, হোসেন মেম্বার, মঞ্জু, ভানু, নয়ন চৌধুরী এবং ফাউন্ডেশনের কনিষ্ঠ পরিচালক সাদমান ইবনে মামুনসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষ মানুষের জন্য, দরিদ্র ও সুবিধাবঞ্চিতরা দেশ ও সমাজের অংশ। সমাজের বিত্তশালীদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করা। অসহায় মানুষের প্রতি সহযোগিতা করাকে করুণা নয়, বরং তাদের অধিকার হিসেবেই দেখা উচিত। হৃদয়ের মানবতাবোধ জাগ্রত করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা আমাদের সবার দায়িত্ব।”

এই উদ্যোগের মাধ্যমে হাইদগাঁও এজে ফাউন্ডেশন শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework