পটিয়ার ভাটিখাইন এলাকায় তিনটি বাড়িতে ডাকাতি

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০৮, ১২:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকায় গভীর রাতে তিনটি বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

বুধবার (৫ মার্চ) রাত দেড়টার দিকে ১০-১৫ জনের ডাকাত দল ভাটিখাইন মাহবুব চেয়ারম্যানের বাড়ি এলাকার ওবায়দুল আলম শহীদ, আবু তাহের ও শামসুল আলমের ঘরে এই ডাকাতি করে।

স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ভাটিখাইন করল এলাকার শামসুল আলমের পুত্র ওবায়দুল আলম শহীদ পাশ্ববর্তী শ্রীমাই খালের বেড়িবাঁধের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় ২-৩ জন ডাকাত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গতিরোধ করে। তিনি ডাকাত ডাকাত বলে চিৎকার করলে তাকে মারধর করে অস্ত্রের মুখে অবরুদ্ধ করে রাখে। ডাকাতরা তার ঘর থেকে নগদ ৫ হাজার টাকা, প্লাস্টিকের ব্যাংক ভেঙে প্রায় ১৫ হাজার টাকা, স্ত্রীর কানের দুল ও একটি মোবাইল সেট লুট করে।

প্রতিবেশী আবু তাহেরের ঘরে ঢুকে ডাকাত দল নগদ ৩০ হাজার টাকা, ২টি মোবাইল সেট, এটিএম কার্ডসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুট করে নেয়।

এরপর পার্শ্ববর্তী শামসুল আলমের ঘরে ঢুকে তার স্ত্রীর কানের দুল, নগদ ৫ হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework