নাজিরহাটে মানসিক রোগে আক্রান্ত যুবকের আত্মহত্যা

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ১২:২৭ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় গলায় ফাঁস লাগিয়ে মেহরাজ (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ (১৯ ফেব্রুয়ারি) বুধবার বিকাল ৪টার দিকে নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এবিসি শেখ আহমেদ তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আবুল বশরের পুত্র।

পরে খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করে।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানান, মেহরাজ দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। পরিবারের অগোচরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে তারা জানান।

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, "খবর পেয়ে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework