নাজিরহাটে অবৈধ ১১ দোকান উচ্ছেদ, জমি ফিরল সরকারের দখলে

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মে ০৮, ০১:২২ অপরাহ্ন

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় সংলগ্ন এলাকায় পূর্ব ফরহাদাবাদ মৌজার বিএস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১০১৯ নম্বর দাগের ৮ শতক জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ মে) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

দীর্ঘদিন ধরে জমিটি বিভিন্ন পক্ষ অবৈধভাবে ১১টি দোকান নির্মাণ করে বেদখল করে রেখেছিল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নজরে এলে তিনি উচ্ছেদ কার্যক্রমের উদ্যোগ নেন এবং দখলদারদের পর্যাপ্ত সময় দিয়ে নোটিশ প্রদান করেন।

আজ তার নেতৃত্বে উচ্ছেদ টিম অভিযানে গেলে এর আগেই দখলকারীদের প্রায় ৮০% স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেওয়া হয়। পরে বাকি অবৈধ স্থাপনা ও সামগ্রী অপসারণ করে জমিটি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ২.৫ কোটি টাকা।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), ফটিকছড়ি, চট্টগ্রাম। এছাড়া নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোকতার হোসেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরাও অভিযানে অংশ নেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের অভিযান চলমান থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework