দুই দিনব্যাপী শ্রী শ্রী জয়কালী মন্দিরে মহোৎসবের আয়োজন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৪, ০৩:২২ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মধ্য কদমতলীতে শ্রী শ্রী জয়কালী মন্দিরের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মহোৎসব উদযাপিত হয়েছে।

দুই দিনব্যাপী (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) এই আয়োজনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ, ভক্তিমূলক সংগীতাঞ্জলি এবং অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।

ধর্মীয় এই উৎসবে স্থানীয় ভক্তদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত বহু ভক্তের সমাগম ঘটে। দিনব্যাপী পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে ভক্তরা অংশ নেন। মহোৎসবকে কেন্দ্র করে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।

মন্দির কার্যকরী কমিটির সভাপতি বলেন, "জয়কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা প্রতি বছর এই ধর্মীয় উৎসব আয়োজন করে থাকি। এটি শুধু একটি পূজা নয়, বরং ভক্তদের মিলনমেলা। সকলের আন্তরিক সহযোগিতায় এবারের মহোৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।"

কমিটির সাধারণ সম্পাদক স্বাগত বক্তব্যে জানান, "শ্রী শ্রী জয়কালী মায়ের আশীর্বাদে এবং ভক্তদের সহায়তায় আমরা এই মহোৎসব সফলভাবে আয়োজন করতে পেরেছি। আগামীতে, আমরা এভাবে ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাবো এবং আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা করছি।"

মহোৎসবে বিশেষ আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ পূর্ণাহুতি ও নগর পরিক্রমার মাধ্যমে মহোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework