দরিদ্র রোজাদারদের পাশে দাঁড়ানো মহান ইবাদত: মেয়র রেজাউল করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ১৬, ০৫:৪৬ অপরাহ্ন

দরিদ্র রোজাদারদের ইফতার ও সেহেরি সামগ্রী প্রদানের ইসলামের সুমহান শিক্ষা বাস্তবায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ।

শনিবার নগরীর সদরঘাটের ৭১ ক্লাবে পবিত্র রমজান মাস উপলক্ষে ৩১ নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুমের উদ্যোগে ৮০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, রোজা মানে কেবল উপবাস থাকা নয়। ইসলাম রোজা রাখা বাধ্যতামূলক করেছে যাতে সমাজে যারা স্বচ্ছল তারা ক্ষুধাপিড়িত মানুষদের যন্ত্রণা উপলব্ধি করতে পারে। দরিদ্র রোজাদারদের পাশে দাঁড়ানো মহান ইবাদত। আসুন সবাই মিলে দরিদ্র রোজাদাররা যাতে ইফতার ও সেহেরির অভাবে রোজা রাখতে কষ্ট না পান সে বিষয়টি নিশ্চিত করি।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী ,মহিলা কাউন্সিলর নিলু নাগ, রুহল আমীন তপন, শওকত হোসাইন,মোঃ শফিউল আজম,মোঃ ইব্রাহীম, মোঃ আমির হোসেন, ফজলুল হক, আবদুল মতিন, কাঞ্চন চৌধুরী, মোঃ জাহেদ, মীর মোহম্মদ কায়সার, রঞ্জন চৌধুরী, শাহনেওয়াজ রাজীব, সহ এলাকাবাসী।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework