ট্রাইবেকারে জয় পেল কাথরিয়া ৫ নং ওয়ার্ড ফুটবল টিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১১, ০১:৫২ অপরাহ্ন

বাঁশখালীর ৬ নং কাথরিয়া স্বপ্নতরী সংঘের উদ্যোগে স্বপ্নতরী ওয়ার্ড অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ নং ওয়ার্ড ফুটবল টিমকে ৬-৭ গোলে পরাজিত করে জয়লাভ করেছে কাথরিয়া ৫ নং ওয়ার্ড ফুটবল টিম।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে আলফাজ প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. রায়হানুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক আহসান হাবিব সেলিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নতরী সংঘের সভাপতি মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক মো. ইমরান খান রুবেল, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, ফুটবল টুর্নামেন্ট আহ্বায়ক আবদুল আল নোমান, ব্যাংকার মো. সাদ্দাম, আজগর, মিজান, ইমরান, আরিফ, সায়েদ, মারুফ; বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মতলব কালু, সদস্য সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ স্বপ্নতরী সংঘের সদস্যবৃন্দ।

মো. সাইদুল ইসলামের উপস্থাপনায় আয়োজিত ফাইনাল খেলায় অংশ নেয় দুই শক্তিশালী দল—স্বপ্নতরী ৫ নং ওয়ার্ড ফুটবল টিম এবং স্বপ্নতরী ৬ নং ওয়ার্ড ফুটবল টিম। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো. শফিকুল ইসলাম এবং সাইড রেফারি ছিলেন মো. নুর উল্লাহ।

প্রথমার্ধে দুই দলের কেউ গোল করতে না পারায় নির্ধারিত সময়ে খেলা শেষ হয়। ৫ মিনিটের বিরতির পর দ্বিতীয়ার্ধ শুরু হলেও উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। পরে রেফারি ও কর্তৃপক্ষের সিদ্ধান্তে ট্রাইবেকারের মাধ্যমে খেলা নির্ধারিত হয়।

ট্রাইবেকারে ৫ নং ওয়ার্ডের খেলোয়াড় মো. মিনার উদ্দিনের শেষ শটে ৬ নং ওয়ার্ডকে ৬-৭ গোলে পরাজিত করে ৫ নং ওয়ার্ড জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মো. সাগর এবং সেরা গোলরক্ষক হিসেবে মো. সৌরভ পুরস্কার গ্রহণ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework