চালু হলো বন্দর ইপিজেড পতেঙ্গা করোনা হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ এপ্রিল ০৭, ০২:১২ অপরাহ্ন
করোনা মহামারি মোকাবিলায় আবারও বন্দর ইপিজেড পতেঙ্গা করোনা হাসপাতাল চালু করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) থেকে রোগী ভর্তি ও আউটডোর রোগীসেবা কার্যক্রম চালু করা হয়। হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা, আইসোলেশন সেবা ও অক্সিজেন সেবা দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা। হাসপাতালে দায়িত্বরত ডা. ইমরান বীন শওকত, ডা. আখীল ইবনে তাহের, ডা. ফাহাদ হোসেন, ডা. নোমান রোগীদের সেবা দিচ্ছেন। হাসপাতালটি আগের মতো সফলভাবে পরিচালনা করার লক্ষ্যে পরিচালনা পরিষদের সভা বুধবার (৭ এপ্রিল) পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক ডা. হোসেন আহমেদ, সমন্বয় সচিব জাকের আহমদ, হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, মা ও শিশু হাসপাতালের যু্গ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আরিফুল আমিন, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মামুন চৌধুরী, সেকান্দর আজম, অ্যাডভোকেট মীর তোফাজ্জল হোসেন, আলি আকবর, রানা মোতালেব, দুর্লভ, শেখ মো. আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework