চন্দ্রঘোনা মেগাসপের রাফ্রেল ড্রয়ের প্রথম পুরস্কার বাইক পেলেন মৌলানা ইছাক হুজুর

অনিরুদ্ধ অপু, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ এপ্রিল ১৭, ০৫:৫৪ অপরাহ্ন

রমজান মাসের ঈদ বাজারে চন্দ্রঘোনা দোভাষী বাজারের মেগাশপ "পাঞ্জাবী হাউজ" এ বছর ৩৫ লাখ টাকার ব্যবসা করে দেড় লাখ টাকার উপহার দিয়েছে ক্রেতা সাধারণকে। এই ঈদ উপহার পেয়ে সর্বস্তরের ক্রেতা ও বিক্রেতাদের মাঝে স্বস্তির পাশাপাশি চলছে মিষ্টি বিতরণ।

চন্দ্রঘোনা দোভাষী বাজার তৈয়বিয়া মাদরাসা গেইট সংলগ্ন আবদুল আলিম মার্কেটে অবস্থিত এই মেগাশপে জমজমাট ঈদ বাণিজ্য চলছে। বাজারে মেগাশপ দিচ্ছে বিশাল মূল্যহ্রাসসহ লোভনীয় অফার। মেগাশপে আসুন এবং জানুন পণ্যের সম্পর্কিত বিস্তারিত তথ্য। এই প্রচারের ভিত্তিতে জনগণ পাঞ্জাবি ক্রয়ে ভিড় করতে শুরু করে।

জানা গেছে, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনাস্থ দোভাষী বাজারে ২০০০ সালে স্থাপিত মেগাশপ "পাঞ্জাবী হাউজ"-এর বয়স এখন ২৫ বছর। দীর্ঘ ২৫ বছর পূর্বে ব্যবসা প্রতিষ্ঠানটি চালুর পর প্রতি বছর রমজান মাস আসার আগে ‘ঈদ স্পেশাল’ নামে র‍্যাফেল ঘোষণা দিয়ে আসছে। সেইমতে, এবছরও আয়োজন করতে ভুলেনি প্রতিষ্ঠানটি।

তবে বাজার এলাকায় কিছু স্বার্থান্বেষী ব্যবসায়ী মহল ঈর্ষান্বিত হয়ে মেগাশপটি নিয়ে ব্যাপক অপপ্রচার চালালেও সফল হতে পারেনি। শেষ পর্যন্ত নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রের মুখেও বিজয়ী হয় মেগাশপ।

সর্বশেষ জানা গেছে, চন্দ্রঘোনা লিচু বাগান–দোভাষী বাজারের মেগাশপে ৭০০ টাকার পণ্য কিনলে ফ্রি কূপন দেওয়া হয়। ফ্রি কূপনের প্রথম পুরস্কার মোটরবাইক, দ্বিতীয় পুরস্কার ওমরাহ হজের ভিসা। সাধারণ ক্রেতারা এই আকর্ষণীয় পুরস্কার পাওয়ার আশায় কেনাকাটায় ভিড় জমাতে থাকেন।

রমজান মাসের প্রথম রোজা থেকেই দোভাষী বাজারের এই মেগাশপে প্রতিদিন গড়ে লাখ টাকার পাঞ্জাবী বিক্রি হয়। পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনসহ সকল শ্রেণির মানুষের মাঝে বেচাকেনা বাড়তে থাকে।

প্রচারের জন্য বিভিন্ন লোকাল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আইডি ও মাইকিং-এর মাধ্যমে ঢালাও প্রচারণা চালানো হয়। ৭০০ টাকার পণ্য কিনলে একটি লাকি কূপন – যত বেশি কিনবেন তত বেশি কূপন – এই স্লোগানে অনেকেই নিজ ভাগ্য পরীক্ষা করতে ভিড় করেন।

এ প্রতিনিধির অনুসন্ধানে জানা গেছে, প্রতিটি ৭০০ টাকার পণ্যের বিপরীতে কূপন দিয়ে নিশ্চিত পুরস্কার হিসেবে মোটরবাইক ও ওমরাহ হজের সুযোগ দেওয়া হয়, যা পেয়ে ক্রেতারা অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন।

এ বিষয়ে মেগাশপের মালিক লোকমান হোসেন জানান, গত ১৪ এপ্রিল ১লা বৈশাখ দিবাগত রাত ১১টায় শুরু হয় লটারির কূপন ড্র। প্রথম পুরস্কারটি পান মোগলেরহাটস্থ মোগল বাড়ির মীরজা মসজিদের পেশ ইমাম ইছাক হুজুর। তিনি বলেন, “এই বাইকটি পেয়েছি সত্যি, কিন্তু এটা আমার জন্য বড় বোঝা। বাইকটি পাওয়ায় আমাকে ৮-১০ হাজার টাকার মিষ্টি বিতরণ করতে হয়েছে। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও খুব আনন্দিত। বাইক চালাতে পারি না, তবে শেখার চেষ্টা করবো। মেগাশপের সকলকে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।”

মালিক লোকমান হোসেন আরও বলেন, “পুঁজি ও বেচাকেনার হিসাব করে দেখলাম এবারের ঈদ বাজারে আমার ৫০ হাজার টাকা লোকসান হয়েছে। তবে এটাকে ক্ষতি হিসেবে দেখছি না। একবার লস হবে, আরেকবার লাভ – এটাই ব্যবসা। এই কার্যক্রম প্রতি বছর অব্যাহত থাকবে।”

দ্বিতীয় পুরস্কারটি ওমরাহ ভিসা পান একজন মহিলা। লটারিতে কোনো ধরনের অনিয়ম হয়নি বলে জানান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল ইসলাম মেম্বার ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার। তারা বলেন, “লটারি যথানিয়মে করা হয়েছে, আমরা সরাসরি উপস্থিত ছিলাম। যারা অপপ্রচার চালাচ্ছেন তারা ঈর্ষান্বিত হয়ে জনপ্রিয়তা রুদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। আশা করি, এই বিষয়ে কেউ বাড়াবাড়ি করবেন না।”


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework