চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ৩০ লিটার চোলাইমদ সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ১৮, ০৪:১৫ অপরাহ্ন

রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ দুই জন মাদক ব্যবসায়ীকে  আটক  করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধায় চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউপি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান থানার ওসি আনছারুল করিম।  গ্রেফতারকৃত আসামীদের নাম কিলিমং মারমা(৩৮) এবং সিংমং মারমা (২৯)। 

ওসি জানান, থানার  এসআই পলাশ চন্দ্র রায়,সঙ্গীয় এএসআই জহিরুল ইসলাম খন্দকার, এএসআই মোঃ হানিফ সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে রাইখালী ইউপি এলাকা হতে  চোলাই মদ সহ তাদেরকে আটক করা হয়। 

শনিবার (১৮ মে) আটককৃত  আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সেইসাথে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework