চন্দনাইশ বরকলে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ জুনুর গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : বুধবার, ২০২৪ মে ২২, ০৭:০৫ অপরাহ্ন

আগামী ২৯ মে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনকে সামনে রেখে উপজেলার বরকল ইউনিয়নের মাহজান ঘাটা, পাঠানদন্ডী,কামনাইমাদারী, বড়ুয়া পাড়া, ফকিরার টেক, বাংলা বাজার, মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন, চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু।

২২ মে (বুধবার) সকাল থেকে বিকাল পর্যন্ত গণসংযোগকালে তিনি বলেন, আগামী ২৯ তারিখ তার প্রতিক ঘোড়া মার্কায় ভোট দিয়ে তাকে জয়ী করে আ'লীগের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, আ'লীগ নেতা যথাক্রমে, ড. নাছির উদ্দীন, দিদারুল হক, শায়েস্তা খান, কলিম উল্লাহ চৌধুরী, সাইফুর রহমান, ফরিদুল আলম চৌধুরী, জেলা যুবলীগ নেতা তৌহিদুল আলম, মুরিদুল আলম মুরাদ, মেম্বার যথাক্রমে মো হবিবুল্লাহ, হেলাল উদ্দিন, যুবলীগ নেতা আনসারুল হক, আবদুল গফফার সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework