চন্দনাইশ ফাইটার কিংস প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ১০, ১১:৫৫ পূর্বাহ্ন

আলোকিত সমাজের আয়োজনে প্রথমবারের মতো ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় বোয়ালখালী ফ্রেন্ডস জোনকে পরাজিত করে চন্দনাইশ ফাইটার কিংস চ্যাম্পিয়ন হয়েছে।

ব্যাডমিন্টন দ্বৈত খেলায় গত ৭ ফেব্রুয়ারি রাতে চন্দনাইশ সদরস্থ আজিজ প্লে গ্রাউন্ডে পরপর দুটি ম্যাচে বোয়ালখালী ফ্রেন্ডস জোনকে পরাজিত করে চন্দনাইশ ফাইটার কিংস শিরোপা জয় করে। বিজয়ী দলের ফাহিম ম্যান অব দ্য ম্যাচ এবং বিজিত দলের প্রনব ধর ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

পরে সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে—চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন, মো. আবুল কালাম, দক্ষিণ জেলা বিএনপি নেতা জসিম উদ্দীন, আশিকুর রহমান, উপজেলা বিএনপি নেতা মোরশেদ আলম, রবিউল হোসেন ছোটন এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী।

সংগঠনের সভাপতি রিয়াদ উদ্দীন মাহিমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. ওবাইদুল্লাহ, নাজিম উদ্দীন, আবদুল হান্নান, দিদারুল আলম, জাহেদুল আলম, মো. ইব্রাহিম, অলি হোসেন রুবেল, তৌহিদুল আলম, মো. আলমগীর, আজহারুল ইসলাম অপি, তসলিম উদ্দীন খন্দকার, মাইনুল হোসেন মাসুদ, কেএম সাইমন, মো. সৈকত, মো. সৌরভ প্রমুখ।

শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ট্রফি ও প্রাইজ মানি বিতরণ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework