চন্দনাইশ গণতান্ত্রিক ছাত্রদলের পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ২২, ০২:১৮ অপরাহ্ন

এলডিপির অঙ্গসংগঠন গণতান্ত্রিক ছাত্রদলের পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চন্দনাইশ গণতান্ত্রিক ছাত্রদল। গতকাল ২১ মার্চ বিকেলে চন্দনাইশ সদরস্থ শাহ আমিন পার্কে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতৃবৃন্দ যথাক্রমে জসিম উদ্দীন, মো. সায়েম, মো. শওকত পারভেজ, মো. সোলায়মান, মো. ছোটন প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, দুঃসময়ে যারা দলের কাজ করেছে, মামলা ও হামলার শিকার হয়েছে সেই সকল নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি ঘোষণা করায় তারা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশের বক্তাগণ আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশিত কমিটি বাতিলের দাবি জানান। অন্যথায় আরও বড় ধরনের কর্মসূচী দিয়ে গণ পদত্যাগের ঘোষণা দিবেন বলে উল্লেখ করেন। পরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework