চট্টগ্রামের চন্দনাইশে গভীর রাতে ফসলি জমি ও পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করছে একটি প্রভাবশালী মাটিখেকো চক্র। ফসলি জমি ও পাহাড় রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
গতকাল (২২ জানুয়ারি) গভীর রাতে কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪১ লট এলাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি দুটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। তবে ডাম্পার ট্রাকের চালকেরা অভিযান টের পেয়ে পালিয়ে যায়।
বিশিষ্টজনেরা সতর্ক করে বলেছেন, এভাবে মাটি ও পাহাড় কাটা অব্যাহত থাকলে পরিবেশ দ্রুত হুমকির মুখে পড়বে। প্রতিদিনের অভিযানের পরও মাটি ও পাহাড় কাটার মতো পরিবেশবিধ্বংসী কাজ বন্ধ হচ্ছে না, যা পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঞ্চনাবাদ ইউনিয়নের এলাহাবাদ এলাকা থেকে মাটিভর্তি দুটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালকেরা পালিয়ে গেছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”