চট্টগ্রাম-১৪ আসনে প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ১২:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম-১৪ আসনে সংগঠন গোছানোর কাজ শেষে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনে জামায়াতের ভোট ব্যাংক দিন দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি সাংগঠনিকভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করা, মাঠ পর্যায়ে সদস্য বৃদ্ধি করা এবং নানামুখী প্রচারণা চালিয়ে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কাজ করছে দলটি।

চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন নিজ এলাকার মানুষের কাছে "গরিবের ডাক্তার" হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে গরিব ও অসহায় মানুষের চিকিৎসা, মেয়ের বিয়ে দেওয়া, আর্থিক সহায়তা প্রদান, ফ্রি চক্ষু চিকিৎসা, লেন্স লাগানো, ফ্রি চক্ষু অপারেশনসহ নানান মানবিক কাজে তিনি সুপরিচিত।

চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভাসহ সংসদীয় আসনের প্রায় সব কটি ইউনিয়নে সাংগঠনিক তৎপরতা জোরদার করছে দলটি। ইতোমধ্যে ৬-৭টি ইউনিয়নে শক্তিশালী অবস্থান তৈরি করেছে জামায়াতে ইসলামী।

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে দলটি ইতোমধ্যে আটঘাট বেঁধে মাঠে নেমেছে। পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের ব্যক্তি ডাক্তার শাহাদাৎ হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি সমাজে একজন সৎ ও নির্লোভ ব্যক্তি হিসেবে পরিচিত। ফলে বিগত নির্বাচনের তুলনায় এবার চট্টগ্রাম-১৪ আসনে অধিক ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চন্দনাইশ জামায়াতে ইসলামী আমীর মাওলানা কুতুবউদ্দিন বলেন, "নির্বাচনের আগে বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের জরিপের ভিত্তিতে নীতিমান, সৎ ও দক্ষ মাঠের নেতাদের মূল্যায়ন করে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিভিন্ন সামাজিক কার্যক্রমে মানুষের পাশে দাঁড়ানো, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সমাজ গঠনের কাজে যাঁরা এগিয়ে ছিলেন, তাঁদেরই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র।"

ইতিমধ্যেই দলীয় প্রার্থী ঘোষণার পর থেকে সাংগঠনিকভাবে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নতুন সদস্য সংগ্রহ করা এবং দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করেছে। যেহেতু ডাক্তার শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরে চন্দনাইশের মানুষের কাছে "গরিবের ডাক্তার" হিসেবে পরিচিত, তাই সামাজিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework