চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটি নিয়ে সাবেক আহবায়কের ক্ষোভ ও দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ Jun ১২, ০১:২৯ অপরাহ্ন

গত ৯ জুন সোমবার বিকেলে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক নেতা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন—দক্ষিণ জেলার যে কমিটি হয়েছে, সেখানে বোয়ালখালীতে যারা জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছেন, যারা বিগত কমিটিতে সদস্য ছিলেন, তাদের জায়গা হয়নি। এর মধ্যে ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নানসহ অনেক নেতৃবৃন্দ রয়েছেন—কারও জায়গা কিন্তু এখানে হয়নি।

জেলা বিএনপির সাবেক এই আহ্বায়ক বলেন, অনেক আওয়ামী দোসর, যারা আওয়ামী লীগের কালো কোট পরে শেখ মুজিবের টুঙ্গিপাড়ার কবরে গিয়ে ফুল দিয়েছে—এরকম অনেক লোকও কিন্তু চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে সদস্য হিসেবে এসেছে।

তিনি আরও বলেন, “আমি এখানে দুটি নির্বাচন করেছি। কারা ধানের শীষের পক্ষে, শহীদ জিয়ার রাজনীতির পক্ষে জীবন-মরণ লড়াই করেছে আমি দেখেছি। আমার চেয়ে বড় সাক্ষী আর কেউ নেই। কারা আওয়ামী লীগের সঙ্গে রাতে পুডুর-পাডুর করে বিএনপির বিরুদ্ধে, ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেটাও আপনারা দেখেছেন।”

তিনি আক্ষেপ করে বলেন, “আজকে ‘ত্রিশ দিন রোজা থাইক্যা যারা ইতারা কিয্যি? ঈদের খুশি গরেদ্দে সারামাস খাইয়্যি ইতারা। আবার আইয়িরে ঈদের আনন্দ গরের। ফুল দিয়া, মিষ্টি খাইয়া তোরণ, বিলবোর্ড, পোস্টার, ব্যানারের ছড়াছড়ি।’ আমি এই সমাবেশ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই, দক্ষিণ জেলার যে কমিটি, সেটার ব্যাপারে আমরা কেন্দ্রের কাছে অভিযোগ দিয়েছি এবং আমাদের নেতা তারেক রহমানের কাছেও সেটি গেছে। যেটা অবিচার হয়েছে নেতৃবৃন্দের ওপর, সেটার বিচার আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্রই পাব।”

তিনি আরও বলেন, “বিগত পনের বছর আপনাদেরকে নিয়ে আমরা আন্দোলন-সংগ্রামে ছিলাম। আগামী দিনে বোয়ালখালী উপজেলা, পৌরসভা অথবা ইউনিয়ন-ওয়ার্ডে কমিটি করতে গিয়ে যদি কোনো অপশক্তি দলের স্বার্থের বিরুদ্ধে গিয়ে নির্যাতিত-নিপীড়িত, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে হাইব্রিড আওয়ামী প্রেতাত্মাদের দিয়ে কমিটি করতে চায়, তাহলে আগুন জ্বলবে। বলে দিতে চাই—বিএনপির নেতাকর্মীরা কোনো দিন এটা মানবে না। আমি বলছি, আমাদের দল শহীদ জিয়ার হাতে গড়া দল। এটা আমাদের সবার দল। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দলকে সংগঠিত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। কারণ, এ দলের প্রতি জনগণের আস্থা আছে। কোনো অপশক্তি বা ব্যক্তি যদি এই সমস্ত অপকর্মের মাধ্যমে দলের ক্ষতি করতে চায়, তাহলে তাদের আমরা রুখে দাঁড়াতে বিন্দুমাত্র কার্পণ্য করবো না।”


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework