চট্টগ্রামে বজ্রপাতে তিন জেলায় ছয় জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ মে ০৩, ০৭:৫৮ অপরাহ্ন

বৃহত্তর চট্টগ্রামের তিন জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাঙামাটির বাঘাইছড়িতে মারা গেছেন নারীসহ তিন জন। কক্সবাজারের পেকুয়ায় লবণ মাঠে মারা গেছেন দুই জন। খাগড়াছড়ির মানিকছড়িতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কিশোরের।

এ ৬ জনসহ সারাদেশে গতকাল বজ্রপাতে মারা গেছে মোট ১১ জন। এদের মধ্যে ৪ জন মারা গেছে কুমিল্লায় এবং একজন সিলেটে।

গতকাল বৃহস্পতিবার সকাল ও দুপুরে পৃথক তিনটি বজ্রপাতের ঘটনায় রাঙামাটিতে তিনজনের মৃত্যু হয়। এছাড়া বজ্রপাতের সময় চায়ের দোকানে বসা অবস্থায় সাতজন আহত ও মাঠে একটি গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

নিহতরা হলেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা বাহারজান (৫৭), সাজেক ইউনিয়নের লংথিয়ান পাড়ার বাসিন্দা তনিবালা ত্রিপুরা (৩৭) এবং জেলা সদরের তবলছড়ি সিলেটি পাড়ার বাসিন্দা মো. নজির (৫০)। এরমধ্যে বাহারজান ও নজির সকালে ও তনিবালা ত্রিপুরা দুপুরে বজ্রপাতে মারা যান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework