চট্টগ্রামে ফিলিপাইনের নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মে ১১, ১১:৩৫ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দরে কাতালান এলমার ডন্ডনাই নামে এক ফিলিপাইনের নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) সকাল ৯টার দিকে তিনি মারা যান। ইপিজেড থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহমেদ নুর তিনি বলেন, খলিলুর রহমান নামে এক ব্যক্তি থানায় সংবাদ দেন- কাতালান এলমার ডন্ডনাই নামে তাদের তাদের একজন সহকর্মী বন্দরে পণ্য খালাস করার সময় দুর্ঘটনায় মারা যান। তিনি ফিলিপাইনের নাগরিক ছিলেন। বন্দরে পণ্য খালাসের সময় ক্রেনের ধাক্কা লেগে একটি ট্রান্সফরমার মধ্যে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহমেদ নুর আরও বলেন, নিহত বিদেশি নাগরিকের মরদেহ থানায় আছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework