চট্টগ্রামে প্রান্তিক কৃষকদের জন্য ‘কৃষকের হাট’ চালু

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ১১, ০১:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ফিতা কেটে হাটহাজারী পৌরসভায় 'কৃষকের হাট' নামে প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্যের বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে পৌরসভার কাচারী সড়কস্থ বক্স কালভার্ট এলাকায় তিনি ‘কৃষকের হাট’ ও পৌর তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত "কৃষকের হাট" মূলত কৃষকদের জন্যই চালু করা হয়েছে। এখানে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য (সবজি) নিয়ে এসে বিক্রি করতে পারবেন এবং ক্রেতারাও বাজার দরের চেয়ে কম দামে সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনতে পারবেন। এখানে কোনো মধ্যস্বত্বভোগী নেই, ফলে কৃষকরা তাদের ন্যায্যমূল্য পাবেন এবং ক্রেতারাও উপকৃত হবেন। বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে মূল্য তালিকা টানিয়ে দেওয়া হবে, যাতে ক্রেতারা সহজেই দাম দেখে পণ্য কিনতে পারেন। প্রথম দিনেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “কৃষক যাতে তার উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন, সে লক্ষ্যেই এ হাট চালু করা হয়েছে। চাহিদার ভিত্তিতে পৌরসভার আরও কয়েকটি স্থানে এবং বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে ‘কৃষকের হাট’ বসানোর পরিকল্পনা রয়েছে।” তিনি আরও জানান, এ হাটে সঠিক দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা, তা মনিটরিংয়ের জন্য প্রশাসনের লোকজন ছদ্মবেশে নজরদারি চালাবে।

এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, পৌর নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ খান, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, জেলা প্রশাসক ফরিদা খানম পৌরসভার এগারো মাইলস্থ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি সংলগ্ন হাটহাজারী-অক্সিজেন সড়কের পৌরসভার সীমানা গেট এবং পরে পৌরসভার কার্যালয়ের তথ্যসেবা কেন্দ্র উদ্বোধন করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework