চট্টগ্রামে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ মার্চ ০৭, ০১:১৬ অপরাহ্ন

চট্টগ্রামের নিউমুরিং এলাকায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) রাতে সিগন্যাল অমান্য করে একটি বাস নিউমুরিংয়ের এশিয়াটিক লেভেল ক্রসিংয়ে উঠলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হন বেশ কয়েকজন বাস যাত্রী।

সোমবার রাত ৯টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর সড়কের পাশের রেললাইনে একটি ইঞ্জিন চলতে থাকায় লেভেল ক্রসিং বন্ধের সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করেই একটি বাস রেললাইনের ওপর উঠে যায়। এতে বাসের পেছনের অংশের সাথে রেল ইঞ্জিনের সংঘর্ষ হয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় মারা যান বাসের পেছনের আসনে বসা দুই যাত্রী মিটন কান্তি দে ও আসাদুজ্জামান এবং লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত রেলের পয়েন্টসম্যান আজিজুল হক। দুর্ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানালেন নিহতের স্বজনরা।

দুর্ঘটনার জন্য বাসচালকের অদক্ষতাকে দায়ী করছে রেল কর্তৃপক্ষ। সংকেত অমান্য করার কারণেই এ দুর্ঘটনা ও প্রাণহাণি ঘটেছে বলে দাবি করছেন কর্মকর্তারা।

ঘটনা তদন্তে কমিটি গঠন ও মামলা করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework