চট্টগ্রামে ছয় থানার ওসির বদলি, রাঙ্গুনিয়ায় নতুন নেতৃত্ব

অনিরুদ্ধ অপু, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ১১, ১২:৫৩ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দুই থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি হিসেবে মো. মোস্তফা কামাল খান এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিসেবে এটিএম শিফাতুল মাজদারকে পদায়ন করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলামকে সাতকানিয়া থানার ওসি এবং রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিমকে চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় বদলি করা হয়েছে।

অন্যদিকে, সাতকানিয়া থানার ওসি মো. মোস্তফা কামাল খানকে রাঙ্গুনিয়া মডেল থানার ওসির দায়িত্ব এবং জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদারকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির দায়িত্বে নিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনগণ মনে করছেন, গত দেড় মাস ধরে রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর এলাকায় খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখল, মারামারি, হামলা, চুরি ও ডাকাতির মতো অপরাধ বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। ফলে প্রশাসন এই রদবদল আনতে বাধ্য হয়েছে।

এক পরিসংখ্যানে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে তিনটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০টি কম্পিউটার ও নগদ টাকা চুরি হয়েছে। উত্তর রাঙ্গুনিয়া থেকে একই রাতে ৭টি গরু চুরি, সীমান্তবর্তী রাজানগর ও বেতবুনিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুই যুবক-যুবতী খুন, জানুয়ারিতে লালানগরে ঘর থেকে ডেকে নিয়ে খুনের ঘটনা ঘটেছে। এছাড়া, সরফভাটায় যুবদল নেতা মামুন হত্যা, পদুয়া সারাশিয়ায় গ্রামে প্রবাসী জাহাঙ্গীরের বাড়িতে পুরুষশূন্য ঘরে ঢুকে নববধূ ও কিশোরীর ওপর শারীরিক নির্যাতন, পশ্চিম সরফভাটা মীরের খীল নবীর হোসেন মাস্টারের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি মূল্যবান সেগুন গাছ কেটে নেওয়া, আলম শাহ পাড়ায় এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাসহ সাম্প্রতিক সময়ে চুরি-ডাকাতি ব্যাপকভাবে বেড়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়ার ওসি জাহেদুল ইসলাম বলেন, “নতুন পুলিশ সুপারের যোগদানের পর চট্টগ্রাম রেঞ্জে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের ছয় থানার ওসিকে বদলি করা হয়েছে।”

এদিকে, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তার প্রতিক্রিয়া দেখে বোঝা যায়, তিনি এই বদলির আদেশে খুব একটা খুশি নন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework