চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৩০০, মৃত্যু ৭ জনের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ Jun ২৭, ১০:৫৬ পূর্বাহ্ন
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০০ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৭ হাজার ৬৭০ জন।এসময়ে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১০৪ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২২৩টি নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনাভাইরাস পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ল্যাবে ২৭৫টি নমুনা পরীক্ষা করে ৬৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪২টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করে ৮ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৮টি নমুনা পরীক্ষা করে ২৩ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এদিন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৩০০ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২০৪ জন এবং উপজেলায় ৯৬ জন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework