চট্টগ্রামে এলো মডার্না ও সিনোফার্মের ভ্যাকসিন, কাল থেকে মিলবে টিকা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ আগস্ট ১৫, ১২:২২ অপরাহ্ন

চট্টগ্রামে এসেছে সিনোফার্ম ও মডার্নার ভ্যাকসিন। এর মধ্যে মডার্নার এক লাখ ৩৬ হাজার ৮০ ডোজ এবং সিনোফার্মের এক লাখ ৯৯ হাজার ২০০ ডোজ।  সর্বমোট তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা এসেছে।

শনিবার (১৪ আগস্ট) রাত ১০টায় বেক্সিমকোর ফ্রিজার ভ্যান করে এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে আসা হয়।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন। টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়েছে। চাহিদার ভিত্তিতে পরবর্তী সময়ে টিকাগুলো নগরী ও উপজেলার টিকাদান কেন্দ্রে সরবরাহ করা হবে।

জানা গেছে, কাল সোমবার (১৬ আগস্ট থেকে) নগরীতে আবারও প্রথম ডোজ টিকাদান কর্মসূচি শুরু হবে। এবার নগরে সিনোফার্মের টিকা দেওয়া হবে। মডার্নার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হবে। বর্তমানে মহানগর ও উপজেলা পর্যায়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ টিকার কার্যক্রম চলমান রয়েছে।

চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রাজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ টিকা এসেছিল। এ ছাড়া দুই দফায় মডার্নার টিকা আসে। সিনোফার্মের টিকা আসে তিন বার।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework