চট্টগ্রামে ইট ভাটায় পরিবেশের ছাড়পত্র না থাকায় জরিমানা

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ১০, ০২:৪১ অপরাহ্ন

শনিবার ৮ ফেব্রুয়ারি সকাল ১১.০০ থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা মির্জাপুর ইউনিয়নে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), চট্টগ্রাম শারমিন জাহানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় মেসার্স কাদেরিয়া ব্রিকস (৫৫৫)-কে ২ লাখ, মেসার্স কর্ণফুলি ব্রিকস (ঘইগ)-কে ২ লাখ, মেসার্স গোল্ডেন ব্রিকস (এইঐ)-কে ৫০ হাজার, মেসার্স সাঈদ আহম্মদ ব্রিকস (ঝঅই)-কে ১ লাখ এবং মেসার্স ন্যাশনাল ব্রিকস (ঝ্ই)-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২টি ইট ভাটা থেকে আনুমানিক ১ হাজার ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করে বন বিভাগকে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন,
বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহানের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর আওতায় ইট ভাটায় জ্বালানী কাঠের ব্যবহার, পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স হালনাগাদ না থাকার অপরাধে ৫টি ইটভাটাকে জরিমানা করা হয় এবং জ্বালানী কাঠ জব্দ করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম, সিনিয়র ক্যামিস্ট জান্নাতুল ফেরদৌস, হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম এবং মোবাইল কোর্টের সার্বিক সহযোগিতা করেন হাটহাজারী থানা পুলিশ, আনসার সদস্য ও সরকারহাট ইউনিয়ন ভূমি অফিস।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework