চট্টগ্রামে আরও তিন স্যুইপিং ট্রাক

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ অক্টোবর ২৯, ১২:৩৯ অপরাহ্ন
চট্টগ্রাম নগরে পরিচ্ছন্নতার কাজে যুক্ত হয়েছে আরও তিনটি আধুনিক স্যুইপিং ট্রাক। এগুলো ইতালি থেকে আনা হয়েছে। বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন এ ট্রাকের উদ্বোধন করেন। আগে থেকেই নগরে তিনটি স্যুইপিং ট্রাক ছিল। তবে সেগুলো অনেক পুরোনো। উদ্বোধন অনুষ্ঠানে সুজন বলেন, ২০ জন পরিচ্ছন্নতাকর্মী এক সঙ্গে যে কাজ করতে পারবেন, এর চেয়েও বেশি পরিমাণ কাজ করার সক্ষমতা রাখে একটি স্যুইপিং ট্রাক। প্রতিদিন একটি ট্রাক প্রায় ১২ কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতার কাজ করতে পারে। তিনি বলেন, এরই মধ্যে ট্রাকগুলো চালানোর জন্য চালকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ ছাড়া এসব ট্রাক মেরামত কাজের জন্য একজন ফোরম্যান ও একজন মেকানিককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী জয়সেন বড়ুয়া, মির্জা ফজলুল কাদের, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশদেুল আলম চৌধুরী প্রমুখ। চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework