গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যাপক ডা.আতিকুর রহমানকে মারধর করা, সেই ছাত্রলীগ নেতা দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক,চন্দনাইশ
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ১৮, ০২:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা.আতিকুর রহমানকে মারধর করা অভিযুক্ত কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো.সাফাতুন নুর চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি।

কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে বলে ফেইজবুক ফেইজে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ ছাত্রলীগ, সংগঠনের শৃঙ্খলা মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ায় এবং গাছবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এম আতিকুর রহমানকে অধ্যক্ষের কক্ষে গিয়ে মারধর করার অভিযোগে চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মো.সাফাতুন নুর চৌধুরীকে ছাত্রলীগ গাছবাড়িয়া কলেজ থেকে বহিষ্কার করা হলো।

পরে কলেজের অধ্যক্ষ রঞ্জিত কুমার দের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই ঘটনার জন্য সাফাতুন নুরের বিরুদ্ধে চন্দনাইশ থানায় জিডি করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework