গণঅধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদিত

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১২, ০১:৩৫ অপরাহ্ন

গণঅধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির আহ্বায়ক বোরহান উদ্দিন ও সদস্য সচিব হাসান তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ই ফেব্রুয়ারি, সোমবার, ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী (৬) ছয় মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোলায়মান সালমান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা গাজী আমানউল্লাহ আমান।

উত্তর জেলার সদস্য সচিব হাসান তারেক জানান, মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতসহ কল্যাণময় রাষ্ট্র গঠনের লক্ষ্যে দেশব্যাপী কাজ করছে গণঅধিকার পরিষদ। ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠা ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বের হাত ধরেই গড়ে উঠে তারুণ্য নির্ভর রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ। ট্রাক প্রতীকে নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ আগামী নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework