খাগড়াছড়িতে বৈসু উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা, সম্প্রীতির বার্তা ছড়াল

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ০১:০২ অপরাহ্ন

খাগড়াছড়িতে আজ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে বৈসু উৎসব উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি শুক্রবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে শুরু হয়ে ত্রিপুরা কল্যাণ সংসদ মাঠে গিয়ে শেষ হয়।

এতে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী সাজ-পোশাকে এবং বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন।

শোভাযাত্রার আগে টাউন হল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে ত্রিপুরার ‘গড়িয়া’ দলের নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। পরে একটি আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, যিনি পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

বৈসু উপলক্ষে বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, বৈসু উৎসব আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির প্রতীক। এই উৎসব আমাদের ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে। আমি আশা করি, বৈসাবি উৎসবের আনন্দে সবাই একত্রিত হয়ে আমাদের ঐতিহ্যকে সম্মান জানাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণ করবে।

আমাদের সমাজে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি সকলকে আহ্বান জানাই, বৈসাবি উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করি।

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল ত্রিপুরা বলেন, “বৈসু র‌্যালির মাধ্যমে আমরা জানাতে চাই, এদেশের সব মানুষ যেন শান্তিতে থাকে। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এই র‌্যালিতে যারা অংশ নিয়েছে, সবাইকে কৃতজ্ঞতা জানাই।”

১৩ এপ্রিল থেকে শুরু হবে তিন দিনের বৈসু উৎসব, যেখানে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘হারি বৈসু’ উদযাপিত হবে। এই উৎসব পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ, যা সম্প্রীতির বার্তা বহন করে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework