কুমিরায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির মোহড়া অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২৯, ০৩:২৬ অপরাহ্ন

সীতাকুণ্ড উপজেলার কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ মাঠে ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির মোহড়া অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হাফিজ আহম্মেদ, উপ পরিচালক, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (পিপিপি), চট্টগ্রাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুল ইসলাম, কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ নাছির উদ্দিন, কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ। বিশেষ অতিথি ছিলেন আল মামুন, কুমিরা ফায়ার স্টেশন সিনিয়র অফিসার, এবং এস এম সামসুদ্দোহা, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক। এছাড়া উপস্থিত ছিলেন ক্রিড়া সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম (দৈনিক দিনকাল ও দৈনিক শাহ আমানত), আমিনুর রশীদ, খোরশেদ আলম সহ অন্যান্য সাংবাদিকরা।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন সাইফুল ইসলাম এবং অন্যান্য অতিথিরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework