কারাগারে নূর মোস্তফা টিনু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ Jun ২০, ০৪:২৮ অপরাহ্ন
 নগরের চকবাজারের যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২০ জুন) দুপুরে চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালতে আত্মসমর্পণ করেন তিনি। চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে এপিপি জাকারিয়া আল গিয়াস উদ্দীন বলেন, অস্ত্র মামলায় নূর মোস্তফা টিনু হাইকোর্টের আদেশে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। চকবাজার কাপাসগোলা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর অস্ত্রসহ আটক হন নূর মোস্তাফা টিনু। তার স্বীকারোক্তি অনুযায়ী টিনুর বাসায় তল্লাশি চালিয়ে একটি শর্টগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‍্যাব চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন এসআই রবিউল ইসলাম একই দিন বাদি হয়ে নূর মোস্তফা টিনু ও তার সহযোগী জসিম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework