কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে রাজস্থলীতে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)
প্রকাশিত : বুধবার, ২০২৪ মার্চ ২৭, ০৪:৩৪ অপরাহ্ন

রাঙামাটির  কাপ্তাই ব্লাড ব্যাংকের আয়োজনে বুধবার(২৭ মার্চ) সকাল ১০ টা হতে দুপুর আড়াই টা পর্যন্ত  রাজস্থলী উপজেলার  ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ,  রক্তদাতা সংগ্রহ,  জলবায়ু পরিবর্তন রোধ ও মাদক দ্রব্য বিরোধী জনসচেতনতা বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে ৮০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং মাদকের কুফল সম্পর্কে সকলকে অবহিত করা হয়। 

এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন  রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান  উবাচ মার্মা।

সাইক্লিস্ট ও কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা  বীর কুমার তনচংগ্যার এর সভাপতিত্বে তাইতং পাড়া সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  উজ্জ্বল কুমার তনচংগ্যার সঞ্চালনায় এ বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  পুচিমং মার্মা, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান   রবার্ট ত্রিপুরা। 

অনুষ্ঠানটির  সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন রাজস্থলী  তনচংগ্যা অঞ্চল কমিটি এবং  ক্যাম্পেইনের ব্লাড গ্রুপ নির্ণয়ের সকল কিট দিয়ে সহযোগিতা করেন রাজস্থলী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ রুইহ্লাঅং মার্মা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework