কাপ্তাইয়ে রবি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ অক্টোবর ২৪, ০২:২৫ অপরাহ্ন

রাঙামাটির কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর)  সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন ও উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মহিউদ্দিন।

রবি প্রণোদনার অংশ হিসেবে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ২৬০জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, সূর্যমুখী, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও অড়হরের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

পরবর্তীতে সবজি প্রণোদনা, বোরো উফশী ধান প্রণোদনা ও বোরো হাইব্রিড ধান প্রণোদনার উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার। সরকারের প্রণোদনা কর্মসূচি থেকে বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার ব্যবহার করে সঠিক চাষাবাদের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য উপকারভোগী কৃষকদের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার।

অনুষ্ঠানে উপকারভোগী কৃষকসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework